রায়পুর, ২ জুলাই (হি. স.) : রবিবার রায়পুরের ছত্তিশগড় প্রদেশ সাহু সংঘ আয়োজিত একটি অনুষ্ঠানে অর্জুন সদনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী তাম্রধ্বজ সাহু, নগর প্রশাসন মন্ত্রী শিব দাহরিয়া, সাংসদ চুন্নিলাল সাহু, তেলঘনি বোর্ডের সভাপতি সন্দীপ সাহু ।

