কোরবা, ২ জুলাই (হি. স.) : ছত্তিশগড়ের দারি কোরবা মার্গে ভবানী মন্দিরের কাছে সড়ক দুর্ঘটনায় তিন যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশের কাছ থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, গাড়িতে থাকা তিন যুবক নবনির্মিত ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় রাস্তায় বসে থাকা গবাদিপশুকে পাশ কাটাতে গিয়ে গাড়ি নিয়ন্ত্রণের হারিয়ে পণ্যবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় তিন যুবকেরই মৃত্যু হয়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ এসে তড়িঘড়ি করে গাড়িতে আটকে থাকা লোকজনকে বের করে। চিকিৎসার জন্য তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
2023-07-02