নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই৷৷ বহিঃরাজ্যে গাঁজা পাচার ভেস্তে দিলো পুলিশ৷ কুমারঘাট থানার পুলিশ বেত ছড়া এলাকায় একটি লরি আটক করে প্রচুর পরিমাণ শুকনো গাজা উদ্ধার করতে সক্ষম হয়েছে৷৷ উদ্ধার বিপুল পরিমান শুকনো গাঁজা৷ রবিবার প্রায় দুই কোটি পঁচিশ লক্ষ টাকার মাদক উদ্ধার করে সাফল্য দেখিয়েছে কুমারঘাট থানার পুলিশ৷ এদিন পুলিশের কাছে খবর ছিলো ত্রিপুরা থেকে গাঁজা পাঁচার করা হবে রাজ্যের বাইরে৷ সেই খবরের ভিত্তিতে কুমারঘাট থানাধীন বেতছড়া এলাকায় বহিঃরাজ্যের ঙ্ছ০১-ঞ্চঙ্খ-০৩৮৮ একটি কনটেনার গাড়িকে আটক করে পুলিশ৷ যদিও পুলিশের আঁচ পেয়ে গাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হয় গাড়ি চালক৷ গাড়িতে তল্লাশি চালিয়ে ষাট পেকেটে পনেরোশো কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ৷ জেলা পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর জানিয়েছেন উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় দু-কোটি পঁচিশ লক্ষ টাকা৷ তবে এই ঘটনায় এখনো পর্যন্ত নেই কোন গ্রেপ্তার৷ মাদক বিরোধী আইনে মামলা নিয়ে পুলিশি তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন জেলার এসপি৷
2023-07-02