কোচবিহার, ২ জুলাই (হি. স.) : কোচবিহারে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রবিবার বৈঠকে রাজ্যপাল বাংলার সীমান্ত এলাকায় সংঘটিত হিংসার বিষয়ে বিএসএফ অফিসারদের সাথে কথা বলেন।
রবিবার সকাল সাড়ে ১১টার দিকে সিতাইয়ে বিএসএফ ক্যাম্পে পৌঁছেন এবং বিএসএফ অফিসারদের সঙ্গে বৈঠক করেন রাজ্যপালে। জানা গেছে, বাংলার সীমান্ত এলাকায় যে হিংসার ঘটনা ঘটছে তা নিয়ে বিএসএফ অফিসারদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। রাজ্যপাল অন্যান্য রাজ্যের সাথে সীমান্ত এলাকার সমস্যা নিয়েও আলোচনা করেন।
প্রসঙ্গ, রাজ্যের সীমান্ত এলাকায় বিএসএফ-এর ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে তৃণমূল। একদিকে শাসকদলের অভিযোগ, কড়া নিরাপত্তা সত্ত্বেও বাইরে থেকে হামলা চালাচ্ছে অপরাধীরা। নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসা ছড়িয়ে পড়েছে। অন্যদিকে, পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যপাল সিভি আনন্দ বোস এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে কোচবিহারে রয়েছেন।