ডম্বুরনগরে রাস্তার বেহাল অবস্থা, হেলদোল নেই প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই৷৷  ডুম্বুর নগর ব্লকের অন্তর্গত নারায়ণপুর এডিসি ভিলেজের  জয়কিশোর প্রধান পাড়া বেহাল রাস্তা সংস্কারে প্রশাসনের হস্তক্ষেপ দাবি  করেছেন এলাকাবাসী৷  অন্যতায় তারা বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার হুমকি দিয়েছেন৷ ধলাই জেলার প্রত্যন্ত গন্ডাছড়া মহকুমার ডুম্বুর নগর ব্লকের অন্তর্গত নারায়ণপুর এডিসি ভিলেজের  জয়কিশোর প্রধান পাড়া৷ এটি ভিলেজ এলাকার মধ্যে সবচেয়ে পুরানো একটি পাড়া৷ এরপরও পাড়ার মানুষ এখনো ভালো রাস্তা ঘাট থেকে বঞ্চিত৷ অথচ পাড়াটি গন্ডাছড়া মহকুমা সদর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে৷ এলাকাবাসীরা জানিয়েছেন জয়কিশোর প্রধান পাড়া হইতে মোহিনী পাড়ার রাস্তাটির দীর্ঘ বছর ধরে বেহাল অবস্থা৷ রাস্তা সংস্কারের জন্য দুই পাড়ার জাতি জনজাতি সম্প্রদায়ের সাধারণ মানুষজনেরা পঞ্চায়েতে, এমনকি ব্লক কর্তৃপক্ষের নিকট বেশ কয়েকবার দাবি জানিয়েছিলেন৷ কিন্তু কোন কাজ হয়নি৷ বর্তমানে বর্ষার সময় রাস্তার অবস্থা আরো মারাত্মক আকার ধারণ করেছে৷ বেহাল রাস্তা ধরে যানবাহন যাতায়াতে অসুবিধা হচ্ছে৷ কোন কোন যানবাহন চালকরা বেহাল এই রাস্তা ধরে যাতায়াত করতে চাইছে না৷ যদিও হাতে গোনা দুই একটি যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে দেখা যায়৷ রাস্তার বেহাল দশার কারনে অসুস্থ রোগী থেকে শুরু করে সুকলের ছাত্র-ছাত্রীরা চলাফেরা করতে সমস্যায় পড়তে হচ্ছে৷ শুধু তাই নয়, সরকারি ঘর প্রাপক’’রা ইট, বালি, সিমেন্ট, রড প্রভৃতি সামগ্রী নিয়ে যেতে পারছে না৷ যার ফলে বেনি ফিসারিগন ঘর পেয়েও ঘর তুলতে পারছে না৷ অন্যদিকে, ব্লক কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে ঘরের কাজ শেষ করতে চাপ দিচ্ছে৷ এমতাবস্থায় ঘর প্রাপকরা পড়েছে মহা বিপদে৷ এলাকাবাসীরা জানিয়েছেন অতি দ্রুত রাস্তা সংস্কার করা না হলে আগামী দিনে পাড়ার মানুষ সঙ্ঘবদ্ধ হয়ে গন্ডাছড়া রইস্যাবাড়ি রাস্তায় পথ অবরোধে বসবে৷ এখন দেখার প্রশাসন রাস্তা সংস্কারে কোন উদ্যোগ গ্রহণ করে কিনা তার দিকে তাকিয়ে আছে গোটা পাড়ার সাধারণ মানুষ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *