নগাঁও (অসম), ২ জুলাই (হি.স.) : নগাঁও জেলার অন্তর্গত ডবকায় জাতীয় সড়কে দুরন্ত একটি ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয়েছে দুই শিশুকন্যা সহ তাদের বাবার। নিহত শিশুকন্যা দুটির বয়স যথাক্রমে ছয় এবং সাত হবে বলে ধারণা করা হচ্ছে। তবে নিহত ব্যক্তি বা তাঁর মেয়েদের পরিচয় এ খবর লেখা পর্যন্ত উদ্ধার হয়নি।
জানা গেছে, ডবকার জাব্ৰাখোয়া এলাকায় সংঘটিত হয়েছে সড়ক দুর্ঘটনাটি। জাতীয় সড়কের ওপর দিয়ে নিজের পালসার বাইকে তুলে দুই মেয়েকে নিয়ে যাচ্ছিলেন বাবা। সে সময় এএস ০১ বিসি ৯৫০৪ নম্বরের দুরন্ত একটি ডাম্পার এসে বাইককে সজোরে ধাক্কা মারে। প্রচণ্ড ধাক্কায় দুই শিশু সহ তিন বাইক আরোহী ছিটকে পড়েন।
ঘটনার খবর পেয়ে অকুস্থলে ছুটে যায় ডবকা থানার পুলিশ। তাঁরা রক্তাক্ত অবস্থায় সংজ্ঞাহীন তিনজনকে রাস্তা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাদের তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন।