ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই।। জাতীয় ক্রিকেট একাডেমীতে ডাক পেয়েছে ত্রিপুরার বিক্রম দেবনাথ। আগামী ২৮ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট একাডেমির ডাকে ১০ দিনের জন্য অলরাউন্ডার ক্রিকেটারদের প্রশিক্ষণ ও বাছাই শিবির অনুষ্ঠিত হবে ত্রিপুরার বিক্রম দেবনাথ মাঠে অনভিপ্রেত ঘটনার কারণে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের অ্যাডভাইজারি টুর্নামেন্ট কমিটির বিচারে শাস্তির শাস্তি স্বরূপ সাসপেনশনে থাকলেও জাতীয় ক্রিকেট একাডেমির আহবানে পিসির অ্যাডভাইজারি টুর্নামেন্ট কমিটি এক্ষেত্রে কিছুটা নমনীয় ভূমিকা গ্রহণ করেছে এবং বিশেষ বৈঠকে বিক্রমের উপর শাস্তির খারা প্রত্যাহার করে নিয়েছে বিক্রম এখন ন্যাশনাল ক্রিকেট একাডেমির ডাকে সাড়া দিয়ে বেঙ্গালুরুতে প্রশিক্ষণ শিবিরে অংশ নিতে পারবে। এদিকে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে তার থেকে ৭ জুলাই এমবিবি স্টেডিয়ামের ক্লাব হাউজে “ভিডিও অ্যানালিস্ট কোর্স কাম পরীক্ষা” অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।উল্লিখিত কোর্সের জন্য ফ্যাকাল্টি ও পরীক্ষা হিসেবে বিসিসিআই-এর সিনিয়র ভিডিও বিশ্লেষক দ্বীপ্তাংশু চৌধুরী, অভিজিৎ চক্রবর্তী, শুভেন্দু ভট্টাচার্য ও শ্যামল সরকার প্রমুখ উপস্থিত থাকবেন বলে টিসিএ থেকে জানানো হয়েছে।
2023-07-01