কলকাতা, ১ জুলাই (হি.স.): কখনও রোদ, কখনও আবার বৃষ্টি। রোদ-বৃষ্টির এই খেলায় মেতেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। উপকূলবর্তী জেলাগুলিতে আবার বিক্ষিপ্তভাবে বৃষ্টিও হচ্ছে। আবহাওয়া রয়েছে মনোরমই, তাপমাত্রার পারদও করছে ওঠানামা। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।
উত্তরবঙ্গের জেলাগুলিতে আবার ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ, দুই দিনাজপুরে বৃষ্টি আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জলস্তর বাড়তে পারে তিস্তা, তোর্সা, জলঢাকা, সংকোষ নদীতে। প্রবল বৃষ্টির জেরে পার্বত্য এলাকায় দৃশ্যমানতা কমে যাওয়ার পাশাপাশি প্লাবিত হতে পারে নীচু এলাকা। জারি করা হয়েছে ধসের সতর্কতাও।