বাদী-বিবাদী একই ব্যক্তি অযৌক্তিক টিএফএ-তে এগিয়ে চলোর যুক্তিপূর্ণ চিঠি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই।। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনে সচিবের অবর্তমানে সচিবের দায়িত্ব পালন করবেন যুগ্ম সচিব। এটা শুধু ফুটবল এসোসিয়েশন কেন, গণতান্ত্রিক উপায়ে গঠিত সবকটি সংস্থা, সংগঠনেরই একই পরিকাঠামো।‌ ত্রিপুরা ফুটবলের এসোসিয়েশনও এর উর্ধ্বে নয়। কিন্তু সমালোচনার সূত্রপাত ঘটেছে টিএফএ-র সচিব অমিত চৌধুরী ব্যক্তিগত কাজে বাইরে যাচ্ছেন বলে ওনার অবর্তমানে যুগ্ম সচিব পার্থসারথি গুপ্তের হাতে দায়িত্বভার অর্পণকে কেন্দ্র করে। এক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে বিচারাধীন একটি বিষয়কে কেন্দ্র করে। ২০২২ এর প্রথম ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্টের একটি গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে অনেকটাই জল ঘোলা হয়েছে। কার্যত তা এখন বিচারাধীন অবস্থায়, রায়ের অপেক্ষায়। বিচারাধীন ক্লাবের প্রতিনিধি এবং টিএফএ-র যুগ্ম সচিব পার্থসারথি গুপ্ত একই ব্যক্তি। বিচার ব্যবস্থার নিরিখে একই ব্যক্তির নাম বাদী এবং বিবাদী উভয় পক্ষে থাকতে পারেনা। স্বাভাবিক কারণে টিএফএ অনুমোদিত ক্লাব এগিয়ে চলো সংঘের পক্ষ থেকে এ বিষয়ে সভাপতি-সকাশে এক পত্রে সচিবের অবর্তমানে সচিবের দায়িত্ব পালনের জন্য যুগ্ম সচিবের ভূমিকায় থাকা অন্য কারোর হাতে দায়িত্ব অর্পণ করার জন্য দাবি করা হয়েছে। অন্যথায় বিচার ব্যবস্থায় “বাদী বিবাদী একই ব্যক্তি”র কার্যক্রমে প্রভাব পড়তে পারে বলে অনুমান ।এর আগে অবশ্যই এগিয়ে চলো সংঘের পক্ষ থেকে বিষয়টাকে ঘিরে তীব্র প্রতিবাদও জানানো হয়েছে। ‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *