নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.): মোদীজির নেতৃত্বে সমবায় ক্ষেত্রে অনেক উদ্যোগ ও পদক্ষেপ নেওয়া হয়েছে। জানালেন কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, প্রথমত সাংবিধানিক কাঠামোর মধ্যে, নরেন্দ্র মোদী সরকার রাজ্য ও কেন্দ্রের অধিকারকে ক্ষুন্ন না করেই সমবায় আইনে অভিন্নতা আনার চেষ্টা করেছে। মোদীজির উদ্যোগে, বহু-রাষ্ট্রীয় সমবায় সমিতি আইন সংশোধনের কাজ সংসদীয় কমিটি সর্বসম্মতিক্রমে সম্পন্ন করেছে এবং এই অধিবেশনের মধ্যেই এই আইন আসতে চলেছে।
শনিবার দিল্লির প্রগতি ময়দানে আয়োজিত ১৭-তম ভারতীয় সমবায় কংগ্রেসের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। এই সম্মেলনে তিনি বলেছেন, আমাদের দেশে সমবায় আন্দোলনের বয়স প্রায় ১১৫ বছর। স্বাধীনতার পর থেকে সমবায় সেক্টরে শ্রমিকদের প্রধান দাবি ছিল সমবায় মন্ত্রককে আলাদা করতে হবে। একটি পৃথক সমবায় মন্ত্রক করার দাবি ৭৫ বছর ধরে ঝুলে ছিল। প্রধানমন্ত্রী মোদী যখন দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন, তখন একটি স্বায়ত্তশাসিত সমবায় মন্ত্রক তৈরি করা হয়।
অমিত শাহ আরও বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে এবং একজন স্বতন্ত্র মন্ত্রী ও সচিব নিয়ে একটি স্বায়ত্তশাসিত মন্ত্রক গঠনের ফলে সমবায় মন্ত্রক ও সমবায় ক্ষেত্রে অনেক পরিবর্তন সম্ভব হয়েছে এবং পরিবর্তন হবে। ভবিষ্যতেও তা অবিরত থাকবে। অমিত শাহ জোর দিয়ে বলেছেন, আমরা চিনিকলের সঙ্গে বছরের পর বছর ধরে ১৫ হাজার কোটি টাকার ট্যাক্স ঝামেলা এবং ভবিষ্যতে যাতে এই ধরনের সমস্যা না হয় সেই ব্যবস্থা করেছি।