ইসকনের উল্টো রথে মর্মান্তিক ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন মানিক সরকার

আগরতলা, ১ জুলাই (হি.স.) : ইসকনের উল্টো রথে বিদুৎস্পৃষ্ট হয়ে সাত জনের মর্মান্তিক মৃত্যু ও বেশ কয়েকজনের আহত হওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিটব্যুরো  সদস্য মানিক সরকার। আজ সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা সরকারের কাছে এই দাবি জানিয়েছেন তিনি।

এদিন তিনি বলেন, ওই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা হোক। সাথে তিনি পিতৃ এবং মাতৃহারা শিশুদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার দায়িত্ব ত্রিপুরা সরকারকে গ্রহণ করার দাবি জানিয়েছেন। পাশাপাশি নিহতদের পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরী প্রদানের দাবিও তুলেছেন তিনি।

প্রসঙ্গত, কুমারঘাটে ইসকনের উল্টো রথে মর্মান্তিক দূর্ঘটনার খোঁজ নিতে গতকাল কুমারঘাট গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিটব্যুরো  সদস্য মানিক সরকারের নেতৃত্বে প্রতিনিধি দল। ওই দূর্ঘটনায় প্রাণ হারানো পরিবারগুলোর বাড়িতে গিয়ে তাঁরা দেখা করেছেন। পাশাপাশি এদিন তিনি কুমারঘাট মহকুমা শাসকের সাথে সাক্ষাৎ করেছেন। তাছাড়া দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে কুমারঘাটের পুলিশ আধিকারিকের সাথে কথা বলেছেন মানিক সরকার সহ প্রতিনিধি দল।

এদিকে, গতকাল রাতে ওই বিভৎসতম ঘটনায় আহতদের দেখতে জিবি হাসপাতালে গিয়েছিলেন মানিক সরকার সহ সিপিআইএমের প্রতিনিধি দল। কুমারঘাট পরিদর্শন করে আজ সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা সরকারের কাছে ওই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত সহ একাধিক দাবি জানিয়েছেন মানিক সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *