আগরতলা, ১ জুলাই (হি.স.) : এলপিজি সিলিন্ডারের কালোবাজারি বন্ধ করতে অভিযানে নামলেন খাদ্য দপ্তরের আধিকারিকরা। শনিবার হাঁপানিয়া বাজার সহ আমতলী বাজারের বিভিন্ন ফাস্টফুড ও মিষ্টি দোকানে অভিযান চালিয়েছে সদর মহকুমা প্রশাসন এবং খাদ্য দপ্তর।
এদিন জনৈক খাদ্য দপ্তরের আধিকারিক জানিয়েছেন, শনিবার হাঁপানিয়া বাজার সহ আমতলী বাজারের বিভিন্ন ফাস্টফুড ও মিষ্টি দোকান মিলে প্রায় ২৫টি দোকানে হানা দিয়ে অবৈধভাবে মজুত করে রাখা ৮টি এলপিজি সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন দোকানে খাদ্যসামগ্রীর দাম সঠিক রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, মূলত বাজারে এলপিজি সিলিন্ডারের কালোবাজারি বন্ধ করতে এই অভিযান চালানো হয়েছে। অবৈধভাবে এলপিজি সিলিন্ডার মজুত করে রাখা দোকান মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। এধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানিয়েছেন তিনি।