লখনউ, ১ জুলাই (হি. স.) : মহারাষ্ট্রের বুলধানা জেলায় একটি বাসে আগুন লেগে ২৬ জন যাত্রীর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি ঘটনাটিকে দুঃখজনক এবং হৃদয় বিদারক বলে বর্ণনা করেছেন।
টুইটারে শোক বার্তার মাধ্যমে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, মুম্বই-নাগপুর এক্সপ্রেসওয়েতে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানি অত্যন্ত দুঃখজনক এবং হৃদয় বিদারক। যোগী বলেন, ‘শোকাহত পরিবারের সদস্যদের আমার সমবেদনা। আমি ঈশ্বরের কাছে তাঁর পবিত্র চরণে প্রয়াত আত্মাদের স্থান দিতে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
প্রসঙ্গত, মহারাষ্ট্রের সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে তিন শিশুসহ ২৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ইয়াবত্মাল থেকে পুনেগামী বাসে মোট ৩৩ জন যাত্রী ছিলেন। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের বুলধানা জেলায়।