শান্তিরবাজার-বিলোনিয়া সড়কে গাছ ভেঙ্গে পড়ল গাড়িতে, আহত এক

শান্তিরবাজার, ১ জুলাই(হি. স.) : শান্তিরবাজার-বিলোনিয়া সড়কে যাতায়াতের সময় চলমান গাড়িতে আচমকা গাছ ভেঙ্গে পড়েছে। তাতে, গাড়ির চালক বিপ্লব মল্ল গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। রাস্তায় গাছ ভেঙ্গে পড়ায় দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয়েছে। 

প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে জনৈক দমকল কর্মী বলেন, টিআর০৩এইচ০৩৯৮ নম্বরের একটি গাড়ি বিলোনিয়া থেকে শান্তিরবাজারের উদ্দেশ্যে আসছিল। শান্তিরবাজার মহকুমা বন দফতরের কার্যালয়ের সামনে রাস্তায় একটি গাছ আচমকা ভেঙ্গে পড়ে। গাছটি বন দফতরের কার্যালয়ে ছিল। গাড়িতে গাছ ভেঙ্গে পড়ায় চালক বিপ্লব মল্ল গুরুতর আঘাত পেয়েছেন। খবর পেয়ে শান্তিরবাজার থেকে দমকল কর্মীরা ছুটে গেছেন এবং আহত গাড়ি চালককে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করেছেন। রাস্তায় গাড়িতে গাছ ভেঙ্গে পড়ায় ওই সড়কে যান চলাচল দীর্ঘক্ষণ ব্যাহত হয়েছে। শেষে বন দফতরের কর্মীদের সহায়তায় গাছ কেটে রাস্তা পরিষ্কার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *