নয়াদিল্লি, ৩০ জুন (হি.স.): তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবিকে অবিলম্বে অপসারণ করা উচিত। এমনই দাবি করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা মনীশ তিওয়ারি। এ বিষয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপ দাবি করেছেন মনীশ তিওয়ারি। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে পরামর্শ না করেই তামিলনাড়ুর জেলবন্দি মন্ত্রী ভি সেন্থিল বালাজিকে বরখাস্ত করেছেন তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি।
আর তা নিয়েই তামিলনাড়ুর রাজ্যপালকে অপসারণের দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা মনীশ তিওয়ারি। শুক্রবার সকালে মনীশ তিওয়ারি বলেছেন, “তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবিকে অবিলম্বে অপসারণ করা উচিত রাষ্ট্রপতির। যে রাজ্যপাল নিজের সীমা জানেন না। রাজ্যপালের এমন অসাংবিধানিক পদক্ষেপ নেওয়া উচিত হয়নি। এটি স্পষ্টভাবে দেখায় যে তাঁর সংবিধান সম্পর্কে জ্ঞান নেই এবং তিনি তাঁর দায়িত্ব সম্পর্কে অবগত নন।”

