ইম্ফল, ৩০ জুন (হি.স.) : মণিপুরের রাজ্যপাল অনুসুয়া উইকেই-এর সঙ্গে দেখা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শান্তির বার্তা নিয়ে দু”দিনের জন্য মণিপুরে গিয়েছেন রাহুল গান্ধী। সফরের দ্বিতীয় দিনে, শুক্রবার তিনি মণিপুরের রাজ্যপাল অনুসুয়া উইকেই-এর সঙ্গে দেখা করেছেন। রাজ্যপালের সঙ্গে দেখা করার পর রাহুল বলেছেন, “মণিপুরে শান্তি দরকার। আমি চাই এখানে শান্তি ফিরে আসুক। আমি কয়েকটি ত্রাণ শিবির পরিদর্শন করেছি, এসব ত্রাণ শিবিরে ঘাটতি রয়েছে, সরকারের উচিত এ জন্য কাজ করা।”
শুক্রবার সকালেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী মণিপুরের মইরাং-এ একটি ত্রাণ শিবিরে পৌঁছন, যারা সেখানে আশ্রয় নিয়েছেন তাঁদের সঙ্গে দেখা ও কথা বলেন রাহুল। শোনেন তাঁদের মনের কথা। এরপরই রাজ্যপালের সঙ্গে দেখা করেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি।

