নয়াদিল্লি, ৩০ জুন (হি.স.): আগামী ২৪ ঘন্টার মধ্যেই দেশের বাকি অংশেও পৌঁছে যাবে বর্ষা। এমনটাই জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমী আগামী ২৪ ঘন্টার মধ্যে দেশের বাকি অংশে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। মৌসুমী বায়ুর সক্রিয়তা আগামী ২৪ ঘন্টা উত্তর-পশ্চিমে এবং পরবর্তী ৪৮ ঘন্টা পশ্চিম উপকূলে অব্যাহত থাকতে পারে।
মহারাষ্ট্র-সহ দেশের বেশ কিছু রাজ্যে ভারী বৃষ্টিপাতের কথাও জানিয়েছে আইএমডি। মহারাষ্ট্রের পাশাপাশি হিমাচল প্রদেশ, হরিয়ানা, গুজরাট, গোয়াতেও বৃষ্টি হতে পারে। আবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা, সিকিম, অসম, মেঘালয় ও অরুণাচল প্রদেশেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।