১৭-তম ভারতীয় সমবায় কংগ্রেসের উদ্বোধন ১ জুলাই, অমৃতকালের থিমে দু’দিন চলবে সম্মেলন

নয়াদিল্লি, ৩০ জুলাই (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১ জুলাই, শনিবার ১৭-তম ভারতীয় সমবায় কংগ্রেসের উদ্বোধন করবেন। দিল্লির প্রগতি ময়দানে আয়োজিত হচ্ছে ১৭-তম ভারতীয় সমবায় কংগ্রেস অনুষ্ঠান, অমৃতকালের থিমে এই সম্মেলন চলবে দু’দিন ধরে। ন্যাশনাল কো-অপারেটিভ ইউনিয়ন অফ ইন্ডিয়া (এনসিইউআই) দু’দিনের এই সম্মেলনের আয়োজন করছে। এই সম্মেলনের পৌরহিত্য করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ।

সমবায় মন্ত্রকের মতে, ভারতীয় সমবায় কংগ্রেসের উদ্দেশ্য হল-সমবায় আন্দোলনের বিভিন্ন প্রবণতা নিয়ে আলোচনা করা, সফল সমবায়ের দ্বারা গৃহীত সর্বোত্তম অনুশীলনগুলি প্রদর্শন করা এবং সমবায় বিশ্বের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলির বিষয়ে চিন্তাভাবনা করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *