ইউবিএসটি: ৩(লেনতিনথাঙ্গ ২, বিশাল)
কেশব সংঘ: ০
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন।। জয় দিয়ে গ্রুপ লিগ অভিযান শেষ করেছে ইউনাইটেড বিএসটি । এই জয় বি এস টি শিবিরে কিছুটা আত্ম তৃপ্তি বাড়িয়ে তুললেও কার্যত সুপার লীগে খেলার ছাড়পত্র এবারও অধরা ইউনাইটেড বিএসটি-র । ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত ঘরোয়া সি ডিভিশন লিগ ফুটবলের বি-গ্রুপের ১৪তম ম্যাচে আজ, শুক্রবার ইউনাইটেড বিএসটি ৩-০ গোলের ব্যবধানে কেশব সংঘকে পরাজিত করেছে। শেষ ম্যাচের মাথায় ইউনাইটেড বিএসটি দ্বিতীয় জয়ের সুবাদে তৃতীয় স্থানে উঠে আসতে পেরেছে। তবে সুপার লিগের জন্য ইতোমধ্যে বি-গ্রুপ থেকে স্কাইলার্ক ও বিবেকানন্দ ক্লাব টিকিট কেটে নিয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে শুক্রবার বিকেলে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে দু দলের মধ্যে আক্রমণ প্রতি আক্রমণ লক্ষ্য করা গেলেও প্রথমার্ধে ইউনাইটেড বিএসটি-র লেনতিনথাঙ্গ সিংসনের গোলে এক-শূন্যতে লিড নেয়। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় বিশাল সেন একটি গোল করে ব্যবধান বাড়িয়ে দুই-শুন্য করলেও ৭২ মিনিটের মাথায় লেনতিনথাঙ্গ আরও একটি গোল করে চূড়ান্ত ব্যবধান ৩-০ করে নেয়। পক্ষান্তরে কেশব সংঘের খেলোয়াড়রা একাধিকবার চেষ্টা চালিয়েও গোল করার সুযোগ কাজে লাগাতে পারেনি। উপরন্তু দুই দলের চারজনকে রেফারি খেলার দুই অর্ধে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি শিবজ্যোতি চক্রবর্তী, হরি শর্মা লিটন সাহা ও সুপ্রিয়া দাস। দিনের খেলা: বিকেল চারটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে আমরা ক-জনা বনাম স্কাইলার্ক ক্লাব।