দলীপ ট্রফিতে হারের মুখে পূর্বাঞ্চল সেমিফাইনালের লক্ষ্যে সেন্ট্রাল জোন

সেন্ট্রাল জোন: ১৮২, ২৩৯ 

ইস্ট জোন: ১২২, ৬৯/৬

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন।। সরাসরি জয়ের হাতছানি সেন্ট্রাল জোনের সামনে। মূলতঃ ব্যাটিং ব্যর্থতার দায়ে হারের সম্মুখীন ইস্ট জোন। মণিশঙ্করও বোলিং সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি। প্রথম ইনিংসে পাঁচ উইকেট দখল করে চমক তৈরি করলেও দ্বিতীয় ইনিংসে ওপেনিং বোলারের ভূমিকায় থেকেও কোনও উইকেট দখল করতে পারেনি। ১০ ওভার বল করে ৩০ রান দিয়ে রানের গতি কিছুটা কমাতে সক্ষম হয়েছে। ৬০ রানে প্রথম ইনিংসে সেন্ট্রাল জোনের লিড এবং দ্বিতীয় ইনিংসে ২৩৯ রান সংগ্রহের পরে তৃতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ইস্ট জোন ৬৯ রান সংগ্রহ করার মধ্যেই ছয় উইকেট হারিয়ে ফেলায়, সেন্ট্রাল জোন শিবিরে অনেকটাই জয়ের হাতছানি। ইস্ট জোনের সামনে জয়ের জন্য এই মুহূর্তে আরও ২৩১ রানের প্রয়োজন। হাতে উইকেট সাকূল্যে চারটি। সেন্ট্রাল জোনের প্রত্যাশা আগামীকাল ম্যাচের চতুর্থ তথা অন্তিম দিনের প্রথম বেলায় জয় ছিনিয়ে ইস্ট জোনকে বিদায় জানাতে পারবে। অপরদিকে ইস্ট জোনের নাইট ওয়াচম্যানের ভূমিকায়  থাকা রিয়ান পরাগ ও মনি শংকর মুরাসিং-এর পাশাপাশি প্যাভিলিয়নে অপেক্ষমান ঈশান পোড়েল, শাহবাজ নাদিমরা ছক কষছে আগামীকাল শেষ দিনে মিরাক্কেল কিছু করে জয়ের প্রয়োজনীয় ২৩১ রান সংগ্রহ করার মধ্য দিয়ে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিতে। ক্রিকেট অনিশ্চয়তার খেলা সত্ত্বেও বিষয়টা অত্যন্ত দুরুহ ঠেকবে ধরে নিয়ে সেন্ট্রাল জোন-ই সেমিফাইনালের ছাড়পত্র পাবে বলে অনুমান। সামগ্রিক খেলায় সেন্ট্রাল জোনের দ্বিতীয় ইনিংসে ওপেনার হিমাংশু মন্ত্রীর ৬৮ রান এবং বিবেক সিং-এর ৫৬ রানের পাশাপাশি প্রথম ইনিংসে মনি শংকরের ৫ উইকেট দখল-ই উল্লেখযোগ্য। দ্বিতীয় ইনিংসে সেন্ট্রাল জোনের সৌরভ কুমার ৩৩ রানের বিনিময়ে চারটি উইকেট তুলে নিয়ে অবশ্য নজর কাড়তে চলেছে। বেঙ্গালুরুর আলু-র ক্রিকেট স্টেডিয়ামে দলীপ ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচে সেন্ট্রাল জোন ও ইস্ট জোন ম্যাচের অন্তিম দিনের খেলা হচ্ছে আগামীকাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *