আগরতলা, ৩০ জুন (হি.স.) : বিদ্যালয় চত্বরের একাংশ দোকানে নেশা জাতীয় সামগ্রী বিক্রির রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে কতিপয় ব্যবসায়ীরা। এরই বিরুদ্ধে নেশা বিরোধী অভিযানে নামলেন অভিভাবক সহ বিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার মুঙ্গীয়াকামীবাড়ি দ্বাদশ বিদ্যালয় সংলগ্ন এলাকায় ওই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, মুঙ্গীয়াকামীবাড়ি দ্বাদশ বিদ্যালয় সংলগ্ন এলাকায় বেশ কিছুদিন যাবৎ একাংশ দোকানে নেশা জাতীয় সামগ্রী বিক্রি করে যাচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। এর ফলে বিদ্যালয়ের একাংশ ছাত্র ছাত্রীরা দিনের পর দিন নেশায় আসক্ত হয়ে পড়ছে। তাই বাধ্য হয়ে আজ সকালে অভিভাবক সহ বিদ্যালয়ের কর্তৃপক্ষ দোকানগুলিতে গিয়ে হানা দিয়েছেন। পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের কড়া হুশিয়ারী দিয়ে বলেন, আগামী দিনে বিদ্যালয় চত্বরে নেশা জাতীয় দ্রব্য বিক্রয় বন্ধ করতে হবে।
তিনি আরও জানিয়েছেন, নিয়ম অনুযায়ী যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ২০০ গজের মধ্যে নেশা সামগ্রী বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ।