রায়পুর, ২৯ জুন (হি.স.): ছত্তিশগড়ের উন্নয়নে একসঙ্গে কাজ করাই যে হবে তাঁর অগ্রাধিকার, তা জানিয়ে দিলেন নতুন নিযুক্ত উপ-মুখ্যমন্ত্রী টি এস সিং দেও। বৃহস্পতিবার সকালে রায়পুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে টি এস সিং দেও বলেছেন, “ছত্তিশগড়ের উন্নয়নে একসঙ্গে কাজ করাই হবে আমাদের প্রধান অগ্রাধিকার। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি তা পালন করব। মুখ্যমন্ত্রী হলেন ভূপেশ বাঘেল, আমরা শুধুমাত্র বর্তমান মুখ্যমন্ত্রীর মুখেই লড়াই করব, আমরা সবাই একসঙ্গে কাজ করব।” একইসঙ্গে দেও জানিয়েছেন, “এখনও পর্যন্ত আমাকে কোনও নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়নি।” উল্লেখ্য, ছত্তিশগড়ে বিধানসভা ভোটের বাকি আর মাস ছয়েক। তার আগে সে রাজ্যে দলের গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে সক্রিয় হতে হয়েছে কংগ্রেস হাইকমান্ডকে। ছত্তিশগড়ের নতুন উপ-মুখ্যমন্ত্রী হিসাবে ত্রিভুবনেশ্বর শরণ (টিএস) সিং দেওকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন উপ-মুখ্যমন্ত্রী দেও এদিন আরও বলেছেন, “আমরা একসঙ্গে কাজ করেছিলাম এবং তা চালিয়ে যাব।”
2023-06-29