বিপুল পরিমাণ মাদকসহ এসটিএফের হাতে ধরা পড়ল দুই পাচারকারী

কলকাতা, ২৯ জুন (হি. স.) : পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) বিপুল পরিমাণ হেরোইনসহ দুই পাচারকারীকে আটক করেছে। বৃহস্পতিবার সকালে এসটিএফ এসপি ইন্দ্রজিৎ বসু এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, বুধবার বিকেলে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পরে, এসটিএফের একটি দল উত্তর ২৪ পরগণা জেলার বাদুড়িয়া থানার অন্তর্গত মছলন্দপুর তেতুলিয়া রোডে বীণা ভ্যারাইটি স্টোরের কাছে ঘেরাও করে। একটি বাইকে করে দু’জন আসার সাথে সাথে তাদের ঘিরে ফেলা হয় এবং হেফাজতে নেওয়া হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দুই কেজি হেরোইন উদ্ধার করা হয়। দুজনকেই গ্রেফতার করা হয়। তারা হলেন উত্তর ২৪ পরগনার বনগাঁও থানা এলাকার বাসিন্দা বিপ্লব মন্ডল (৩৫) এবং লিঙ্কন কাঞ্জিলাল (৩৭)।

তাদের দুজনের বিরুদ্ধে বাদুড়িয়া থানায় এনডিপিএস আইনের ধারায় মামলা রুজু করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের মোটরসাইকেলটিও বাজেয়াপ্ত উদ্ধার করা হয়েছে ।