ইসকনের উল্টো রথে মর্মান্তিক ঘটনা, নিহত এবং আহতদের পাশে বিজেপি

আগরতলা, ২৯ জুন (হি. স.) : ত্রিপুরায় উল্টো রথে বিদ্যুৎস্পৃষ্টে নিহতদের পরিবারের সদস্যদের সাথে দেখা সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় প্রতি মন্ত্রী প্রতিমা ভৌমিক, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, বিধায়ক ভগবান দাস এবং বিধায়ক কিশোর বর্মণ। পাশাপাশি এদিন তাঁরা ফটিকরায় এবং কুমারঘাট হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন। শুধু তাই নয়, ওই ঘটনায় নিহতদের শেষকৃত্যেও উপস্থিত থেকে  তাঁরা প্রয়াতের পরিবারের কষ্ট ভাগ করে নিয়েছেন। এদিন, সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি সভাপতি কঠিন সময়ে সকলের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। 

গতকাল বুধবার ঊনকোটি ত্রিপুরা জেলায় কুমারঘাট মহকুমায় ইসকনের উল্টো রথে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শিশু সহ সাতজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ জন। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। উন্নত চিকিৎসার জন্য ছয়জনকে জি বি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ সকালে ট্রেনে চেপে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং বিধায়ক কিশোর বর্মণ কুমারঘাট ছুটে গেছেন। সেখানে গিয়ে তাঁরা কুমারঘাট এবং ফটিকরায় হাসপাতালে চিকিৎসাধীন ওই দুর্ঘটনায় আহতদের চিকিৎসার খোঁজ নিয়েছেন। এরপর তাঁরা বিদ্যুৎস্পৃষ্টে নিহতদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন। শুধু তাই নয়, তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ওই সময় কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক ভীষণ আবেগ প্রবণ হয়ে পড়েছিলেন। চোখের সামনে মানুষের আর্তনাদ দেখে তাঁর চোখ ছলছল করছিল। সকলের অগোচরে তিনি চোখের জল মুছেছেন। 

আজ তাঁরা পুলিশের সাথে গিয়ে কুমারঘাট ব্লক চৌমুহনীতে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিশেষে তাঁরা উল্টো রথে বিদ্যুৎস্পৃষ্টে নিহতদের শেষকৃত্যেও অংশ নিয়েছেন। এদিন প্রদেশ বিজেপি সভাপতি বলেন, উৎসবের আনন্দঘন পরিবেশে এই নিদারুন ঘটনায় আমরা গভীর ভাবে মর্মাহত বোধ করছি। আজ সহকর্মীদের সাথে প্রয়াতদের শেষকৃত্যে উপস্থিত থেকে পরিবার পরিজনদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এই মর্মান্তিক দুর্ঘটনায় হারিয়ে যাওয়া প্রাণগুলোকে ফিরিয়ে আনা অসম্ভব কিন্তু আগামীতে যেনো কোনোভাবেই কোথাও এধরণের হৃদয় বিদারক পরিস্থিতি না হয় তার জন্য সর্বোতভাবে সকলে মিলে সচেষ্ট থাকবো, দৃঢ় প্রত্যয়ের সুরে বলেন তিনি।

এদিন সাংবাদিক সম্মেলনে প্রদেশ সভাপতি বলেন, গতকালের ঘটনায় বিজেপির সকল অংশের শীর্ষ নেতৃত্ব খোঁজ নিয়েছেন এবং শোক প্রকাশ করেছেন। প্রদেশ প্রভারী মহেশ শর্মা, উত্তর-পূর্বাঞ্চলের কো-অর্ডিনটর সম্বিত পাত্র গতকালই টেলিফোনে সমস্ত ঘটনা জেনেছেন এবং শোক প্রকাশ করেছেন। বিজেপি রাষ্ট্রীয় সভাপতি তাঁর ওএসডি-র মাধ্যমে খোঁজ নিয়েছেন। সার্বিক পরিস্থিতি লিখিতভাবে তাঁর কাছে পাঠানো হয়েছে। তিনি জানান, ওই ঘটনায় আহত বর্তমানে কুমারঘাট হাসপাতালে ৭ জন, ফটিকরায় হাসপাতালে ৪ জন এবং কৈলাসহর জেলা হাসপাতালে ২ জন চিকিৎসাধীন রয়েছেন।