আগরতলা, ২৯ জুন (হি.স) : রাতের আঁধারে হাত সাফাই করল চোরের দল। বুধবার গভীর রাতে খোয়াই থানার অন্তর্গত মধ্যগণকী গাওসভার মহাদেবটিলা এলাকায় খেয়া অঙ্গনওয়াড়ী কেন্দ্রে চোরের দল হানা দিয়ে রান্নার গ্যাসের সিলিন্ডার নিয়ে পালিয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসতে জনমনে চাঞ্চল্য দেখা দিয়েছে।
অঙ্গনওয়াড়ী কেন্দ্রের কর্মী জানিয়েছেন, আজ সকালে খোয়াই থানার অন্তর্গত মধ্যগণকী গাওসভার মহাদেবটিলা এলাকার স্থানীয় মানুষ অঙ্গনওয়াড়ী কেন্দ্রে দরজা ভাঙ্গা অবস্থায় দেখেন। সাথে সাথে তাঁরা অঙ্গনওয়াড়ী কেন্দ্রে চুরির খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে তিনি দেখতে পান রান্নার গ্যাসের সিলিন্ডার নিয়ে পালিয়েছে চোরের দল। সাথে সাথে তিনি খোয়াই থানায় খবর পাঠিয়েছেন। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন তিনি।