নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন৷৷ খোয়াই থানাধীন মধ্যগণকী গাওসভার মহাদেবটিলা এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে গ্যাস সিলিন্ডার চুরি করে নিয়ে গেল চোরের দল৷ বুধবার রাতে মহাদেবটিলাস্থিত খেয়া অঙ্গনওয়ারী কেন্দ্রে হানা দেয় চোরের দল ৷অঙ্গনওয়ারী কেন্দ্রের রান্না ঘরের তালা ভেঙে রান্নার গ্যাসের সিলিন্ডার এবং বিভিন্ন সামগ্রী নিয়ে যায়৷ বৃহস্পতিবার সকালে স্থানীয় এক যুবক অঙ্গনওয়ারী কেন্দ্রের পাশে থাকা একটি নলকূপে মুখ ধুতে গিয়ে দেখতে পায় অঙ্গনওয়ারী কেন্দ্রের গেট এবং রান্না ঘরের তালা ভাঙ্গা৷সাথে ওই যুবক কেন্দ্রের কর্তব্যরত শিক্ষিকাকে ফোন করে জানালে অঙ্গনওয়ারী কেন্দ্রে ছুটে আসে কর্তব্যরত শিক্ষিকা৷ স্থানীয় নেতৃত্ব রতন পালকে জানালে রতন পাল সাথে খবর পাঠায় খোয়াই থানায়৷৷খোয়াই থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে৷ এলাকাবাসীর অভিযোগ নেশাগ্রস্ত যুবকরাই এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে৷ কেননা নেশাগ্রস্ত এই যুবকরা নেশা সামগ্রী ক্রয় করার জন্য এর আগেও এই ধরনের ঘটনা সংগঠিত করেছে ৷ এলাকাবাসীর অভিমত পুলিশের সঠিক তদন্তে অবশ্যই বেরিয়ে আসতে পারে ঘটনার মূল অভিযুক্ত৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণের তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷
2023-06-29