সুস্থতা কামনার জন্য সকলকে ধন্যবাদ মমতার

কলকাতা, ২৯ জুন হি. স.) : খারাপ আবহাওয়ার কারণে মঙ্গলবার উত্তরবঙ্গ সফর সেরে ফেরার সময়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । হেলিকপ্টারের জরুরি অবতরণ করার সময়ে তাঁর চোট লাগে। আর এই ঘটনার পর যেভাবে সর্বস্তরের মানুষ তাঁর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করেছেন সেই জন্য ফেসবুক বার্তায় সকলকে শুভেচ্ছা জানালেন তিনি। তিনি যে মানুষের ভালোবাসায় আপ্লুত সেকথাও মমতার বার্তায় প্রকাশ পেয়েছে। চিকিৎসকদের পরামর্শমতো ঈদের দিন ঘরেই ছিলেন মমতা। তবে সমাজমাধ্যমে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আমার সুস্থতার জন্য সকলের শুভ কামনায় আমি আন্তরিক ভাবে মুগ্ধ হয়েছি। মঙ্গলবার হেলিকপ্টারটি সেবক এয়ারবেসে জরুরি অবতরণ করায় আমি অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছি।’ এরপরই মুখ্যমন্ত্রী জানান, সর্বশক্তিমানের দয়া এবং মেডিকেল টিমের প্রাণপণ প্রচেষ্টায়, তিনি সুস্থ হয়ে উঠছেন, এবং বাড়িতে ফিজিওথেরাপি সেশন করছেন।

মঙ্গলবার পঞ্চায়েতের ভোটপ্রচারে উত্তরবঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী। ক্রান্তিতে প্রচারসভা করে তিনি কপ্টারেই বাগডোগরা বিমানবন্দরের দিকে রওয়ানা হন। পথে আবহাওয়া খারাপ হয়ে পড়ায় শালুগাড়ায় অ্যাভিয়েশন এয়ারবেসে জরুরি অবতরণ করতে হয় মুখ্যমন্ত্রীকে। তৃণমূল সূত্রে জানা যায়, অবতরণের সময় পায়ে ও কোমরে চোট পান মুখ্যমন্ত্রী। সেনা ছাউনিতে অবশ্যে সকলের সঙ্গে কথা বলেন মমতা, চা-ও খান। ভিডিও বার্তায় সেনাকর্মীদের শুভেচ্ছাও জানান। কিন্তু কলকাতায় ফিরেই সোজা এসএসকেএমে যান মুখ্যমন্ত্রী। সেখানে তাঁর শারীরিক পরীক্ষার পর দেখা যায়, তার পায়ে ও কোমরে চোট রয়েছে। চিকিৎসকরা তাঁকে ভর্তি হওয়ার পরামর্শ দিলেও তা শোনেননি মুখ্যমন্ত্রী। বাড়িতেই বিশ্রাম নেন তিনি। গতকালও তাঁকে চিকিৎসকরা পরীক্ষা করেছেন। তাঁর ফিজিওথেরাপি চলছে। শারীরিক অবস্থার উন্নতি হলেও এখনও ব্যথা রয়েছে তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *