ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন।।তৃতীয় জয় পেলো মুহুরিপুর জনকল্যাণ সমিতি। সুপার লিগে। চিরঞ্জীৎ দাসের অলরাউন্ড পারফরম্যান্সে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত চ্যালেঞ্জার ট্রফি সিনিয়র ক্রিকেটে। বাইখোরা স্কুল মাঠে অনুষ্ঠিত বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুহুরিপুর জনকল্যাণ সমিতি ৩ উইকেটে পরাজিত করে তুইকর্ম যুব ক্লাবকে। তুইকর্ম যুব ক্লাবের গড়া ২১৩ রানের জবাবে ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মুহুরিপুর জনকল্যাণ সমিতি। বিজয়ী দলের চিরঞ্জীৎ দাস প্রথমে বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ঝড়ো শতরান করেন। সকালে টসে জয়লাভ করে তুই কর্ম যুব ক্লাবকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান মুহুরিপুর জনকল্যাণ সমিতি-র অধিনায়ক। দল ৩৮.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১৩ রান করে। দলের পক্ষে গোবিন্দ রিয়াং ৭৫ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭১, রূপশঙ্কর রিয়াং ৪২ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪২, সঞ্জীৎ দেববর্মা ৪০ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩২ এবং জীতেন্দ্র রিয়াং ১০ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৩০ রান। মুহুরিপুর জনকল্যাণ সমিতির পক্ষে অর্জুন দে ৬৩ রান দিয়ে ৩ টি, চিরঞ্জীৎ দাস ১৬ রান দিয়ে ২, সৌরভ চৌধুরি ৩৪ রান দিয়ে ২ টি এবং বিপ্লব দাস ৪৬ রান দিয়ে ২ টি উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে ৩০.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে মুহুরিপুর জনকল্যাণ সমিতি ১৮৭ রান করার পর বৃষ্টি নামে। তখন ডি এল এস ম্যাথডি মুহুরিপুর জনকল্যাণ সমিতির সামনে লক্ষ্য থাকে আরও ২২ রান ৩৯ বলে। ওই অবস্থায় ৭ বলে ১৩ রান যোগ করার পর আবারও বৃষ্টি নামে। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে চিরঞ্জীৎ দাস ৭৯ বল খেলে ১৫ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০৮,বিপ্লব দাস ৩৭ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৭, প্রশান্ত দেব ১৩ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ এবং মিঠুন সরকার ১৭ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। তুইকর্ম যুব ক্লাবের পক্ষে প্রীতম গারো ৩৭ রান দিয়ে ২ টি, জীতেন্দ্র রিয়াং ৪৫ রান দিয়ে ২ টি এবং হিমলেশ সাংমা ৫৪ রান দিয়ে ২ টি উইকেট পেয়েছেন।
2023-06-29

