ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন।।বাংলা - ত্রিপুরা মৈত্রী মঞ্চ আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে আগরতলা প্রেস ক্লাবে। শনিবার দুপুর ২ টায়। অনুষ্ঠানে রাজ্যের খেলাধূলো এবং সাংবাদিকতার বিশিষ্ট কয়েকজনকে স্ব স্ব ক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করা হবে। কোচ হিসাবেও যারা ভালো কাজ করেছেন তাঁদেরকেও এক মঞ্চে সম্মানিত করা হবে। এই অনুষ্ঠানের বিশেষত্ব হলো মেট্রিক্স চেস আকাদেমির পঞ্চাশজন নানা বয়সী দাবাড়ুদের উৎসাহিত করার জন্য পুরস্কার দেওয়া হবে। তাতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মেয়র দীপক মজুমদার। বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উদ্যোগপতি আশুতোষ দেব। কর্মকর্তা হিসাবে জীবনপ্রীতি পুরস্কার তুলে দেওয়া হবে এগিয়ে চলো সঙ্ঘের সচিব সুমন্ত গুপ্ত-কে। এছাড়া চিত্র সাংবাদিক হিসাবে প্রণব শীল, ক্রীড়া সাংবাদিক শান্তনু বনিক, ক্রিকেটার অরিন্দম বর্মন, ফুটবলার রতন কিশোর জমাতিয়া, জিমন্যাস্টিক্সে মোনালি কর, মহিলা ফুটবল কোচ সুশান্ত দেববর্মা, পুরুষ ফুটবল কোচ রাজেশ রায় চৌধুরি, মহিলা ফুটবলার মৌসুমী ওরাং, রেফারি সুকান্ত দত্ত, রাজ্য দাবায় সেরা দিগন্ত রায় এবং ইন্দ্রনাল চৌধুরি স্মৃতি পুরস্কার পাচ্ছেন পার্থ সারথি দেব পুরস্কৃত হবেন। সংস্থার পক্ষ থেকে সরোজ চক্রবর্তী এক বিবৃতিতে এখবর জানিয়েছেন।
2023-06-29

