নয়াদিল্লি, ২৯ জুন (হি.স.): দিল্লি থেকে গুজরাট, পশ্চিমবঙ্গ থেকে পঞ্জাব, জম্মু-কাশ্মীর থেকে কেরল-গোটা দেশেই নিষ্ঠার সঙ্গে পালিত হয়েছে ঈদ-উল-আজহা| বৃহস্পতিবার সকাল থেকেই মসজিদে-মসজিদে ঈদের প্রার্থনা করেছেন ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষজন। দিল্লির জামা মসজিদ, ফতেহপুরী মসজিদে এদিন নামাজ পাঠ করেন ধর্মপ্রাণ মুসলিম ধর্মাবলম্বীরা। কলকাতায় ও ঈদের নামাজ পাঠ করেছেন মুসলিম ধর্মাবলম্বীরা।
ধর্মীয় রীতি মেনে ও নিষ্ঠার সঙ্গে জম্মু ও কাশ্মীরের শ্রীনগর, গুজরাটের সুরাট, পঞ্জাবের অমৃতসরের খাইরুদ্দিন মসজিদ-সর্বত্রই নামাজ পাঠ করেন মুসলিম ধর্মাবলম্বীরা| মধ্যপ্রদেশের ভোপালে একসঙ্গে বিপুল সংখ্যক মানুষ ঈদের নামাজ পাঠ করেছেন। ঈদ উপলক্ষ্যে এদিন দিল্লির জামা মসজিদ চত্বরে নিরাপত্তা অনেকটাই বাড়ানো হয়েছিল।
সমস্ত দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি। দিল্লির কাশ্মীরি গেটের পাঞ্জা শরীফ দরগায় নামাজ পাঠ করেন নকভি। বিহারের সুপৌলে ঈদের নামাজ পাঠ করেন বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ঈদ উপলক্ষ্যে চামরাজপেটের ঈদগাহ মাঠে নামাজ প্রার্থনায় অংশ নেন। তিনি বলেন, “আমরা এখানে শান্তি ও সম্প্রীতির জন্য প্রার্থনা করতে এসেছি। কিছু শক্তি আছে যারা সাম্প্রদায়িক উত্তেজনা ও শত্রুতা সৃষ্টি করতে চায়। আমাদের তাঁদের গুরুত্ব দেওয়ার দরকার নেই, আমাদের শান্তির জন্য কাজ করতে হবে।”

