নয়াদিল্লি, ২৯ জুন (হি.স.): হিংসাদীর্ণ মণিপুর সফরের জন্য কংগ্রেস নেতা রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করল বিজেপি। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র বলেছেন, “রাহুল গান্ধীর আচরণ অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন। আমি সর্বদা বলেছি, রাহুল গান্ধী এবং দায়িত্ব একসঙ্গে ভ্রমণ করতে পারে না।”
শান্তির বার্তা নিয়ে বৃহস্পতিবারই মণিপুরের রাজধানী ইম্ফলে গিয়েছেন রাহুল গান্ধী। সেখান থেকে তিনি যাচ্ছিলেন চূরাচাঁদপুরে। কিন্তু, রাজধানী ইম্ফল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে বিষ্ণুপুরের কাছে চেকপোস্টে তাঁর কনভয় আটকে দেয় পুলিশ। তাই তাঁকে ফিরে আসতে হয়েছে।
এ বিষয়ে বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র বলেছেন, অল মণিপুর স্টুডেন্টস ইউনিয়ন গতকাল একটি প্রেস কনফারেন্সের সময় রাহুল গান্ধীর সফর বয়কট করার দাবি জানিয়েছে। অনেক সুশীল সমাজ সংগঠনও আহ্বান জানিয়েছিল যে রাহুল গান্ধী মণিপুরে এসে স্ফুলিঙ্গ উস্কে দেবেন না। রাহুল গান্ধীর আচরণ অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন। আমি সবসময় বলেছি, রাহুল গান্ধী এবং দায়িত্ব একসঙ্গে ভ্রমণ করে না।”
সম্বিত পাত্র আরও বলেছেন, “একগুঁয়েমির চেয়ে সংবেদনশীলতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মণিপুরে যখন এমন পরিস্থিতি, তখন একটু সংবেদনশীলতা থাকতে হবে, জেদ নয়। ভারত একটি গণতান্ত্রিক দেশ, কেউ রাহুল গান্ধীকে মণিপুর যেতে বাধা দেয়নি, কিন্তু রাজ্যের প্রশাসন বলেছে যে রাহুল গান্ধীর মণিপুর সফরের খবরের মধ্যে প্রচুর প্রতিবাদ হয়েছে।”