শান্তিরবাজার, ২৯ জুন (হি. স.) : বছর দশেকের নাবালক ফাঁসিতে আত্মঘাতী হয়েছে। গতকাল রাতের ওই ঘটনায় পুলিশ আজ খবর পেয়ে হাসপাতালে গেছে। ওই নাবালকের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।
এ-বিষয়ে দক্ষিণ ত্রিপুরা জেলায় বাইখোড়া থানার ওসি জানিয়েছেন, দেবদারু ফাঁড়ির অধীন কলসী মধু মগ পাড়ায় ১০ বছরের এক নাবালকের মৃতদেহ গতকাল রাতে জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে আনেন পরিবারের সদস্যরা। আজ সকালে খবর পেয়ে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে ঘটনা সম্পর্কে খোঁজ নেওয়া হয়েছে।
তিনি বলেন, মৃতের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, গতকাল রাতে ওই নাবালক বাড়িতেই ফাঁসিতে ঝুলে পড়েছিল। বিষয়টি নজরে আসতেই তাকে নামিয়ে জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান তাঁরা। কিন্তু, চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা দেন।
বাইখোড়া থানার ওসির বক্তব্য, নাবালকের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি, অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু হয়েছে। নাবালকের অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

