নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন৷৷ আর্থ কি ফাউন্ডেশনের পক্ষ থেকে উল্টো রথের দিনে মানুষের মধ্যে তৃষ্ণা মেটানোর চেষ্টা করা হয়৷ আর্থ কি ফাউন্ডেশন একটি বেসরকারি সামাজিক সংস্থা৷যারা মানুষের জন্য কাজ করে চলেছে৷ এই সংস্থার ফাউন্ডার হচ্ছেন নিতীশ দেব৷ এই বেসরকারি সামাজিক সংস্থার ধর্মনগরে প্রায় ২০০ জন সদস্য সদস্যা রয়েছে৷ ধর্মনগর ছাড়াও এদের শাখা রয়েছে কৈলাশহর এবং শিলচরে৷ তাদের মিশন তৃষ্ণা প্রকল্পে উল্টো রথে মেলা দেখতে আসা আড়াই হাজার মানুষকে তৃষ্ণা মেটানোর চেষ্টা করে৷ তাছাড়া তাদের আরেকটি প্রকল্প রয়েছে মিশন আহার৷ এই প্রকল্পে তারা বিনামূল্যে যারা নিত্যান্ত গরিব খাবার কিনে খাওয়ার ক্ষমতা নেই তাদের মধ্যে খাদ্য বিতরণ করা৷ তাছাড়া দুস্থ মানুষের পাশে বিশেষ করে মানুষের বিপদে তাদেরকে বিপদমুক্ত করতে এবং সাময়িক সাহায্য করতে যথাযথ চেষ্টা চালিয়ে যায় এই বেসরকারি সামাজিক সংস্থাটি৷
2023-06-28