শিলিগুড়ি, ২৮ জুন (হি.স.): বিক্ষোভ গণতন্ত্রের সারমর্ম। বললেন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস। তিনি বলেছেনম, প্রতিবাদকে আমি স্বাগত জানাচ্ছি। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে গিয়ে আবারও বিক্ষোভের মুখে পড়েছেন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস। বুধবার সকাল ১০টা নাগাদ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে গিয়ে পৌঁছয় রাজ্যপালের কনভয়।
আগে থেকেই সেখানে জড়ো হয়েছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকেরা। রাজ্যপালের কনভয় পৌঁছতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন ওই পড়ুয়ারা। রাজ্যপালের উদ্দেশে চলে ‘গো ব্যাক’ স্লোগানও। পরে রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলেছেন, বিক্ষোভ গণতন্ত্রের সারমর্ম, প্রতিবাদ স্বাগত। উপাচার্যদের সঙ্গে বৈঠকে রাজ্যপাল বোস আরও বলেছেন, “আমাদের এক দফা এজেন্ডা ছিল যে বাংলার বিশ্ববিদ্যালয়গুলি দেশের মধ্যে সেরা হওয়া উচিত।”