আইজল, ২৭ জুন (হি.স.) : মিজোরামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলিতে ঈদ-উদ-জোহার ছুটি বাতিল করেছে রাজ্যের জোরামথাঙ্গা সরকার।
আজ মঙ্গলবার রাজ্য সরকারের সাধারণ প্রশাসনের শীর্ষ আধিকারিক এক বিজ্ঞপ্তি জারি করে বলেছেন, আগামী ২৯ জুন অনুষ্ঠেয় ঈদ-উদ-জোহা উপলক্ষ্যে মিজোরামে অবস্থিত সব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলিতে ছুটি বাতিল করা হয়েছে।
আজ জারিকৃত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২ সালের ২৫ অক্টোবরের এফ.২৩০১২/১/২০১৯-জিএডি নম্বরের বিজ্ঞপ্তিতে আংশিক পরিবর্তন করে এবং নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-র ধারা ২৫-এর অধীনে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে ভারত সরকারের সংশ্লিষ্ট মন্ত্রকের হোম অ্যাফেয়ার্স নম্বর ২৫/২০/৫৬/পাব-ওয়ান (তারিখ ০৬.০৯.১৯৫৭)-এর ভিত্তিতে কর্তৃপক্ষ এতদ্বারা ২৯ জুন, ২০২৩ (ঈদ-উদ-জোহা) মিজোরাম রাজ্যের ভিতরে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলির জন্য ছুটির দিন বলে বাতিল করা হয়েছে।