নর্থ জোন: ৩০৬/৬(৮৭)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন।। দারুন ওপেনিং। প্রথম ম্যাচেই সেঞ্চুরির অনবদ্য আনন্দ। নাইট ওয়াচম্যান এর ভূমিকায় নিশান্ত সিঁধুও শতক থেকে ২৪ রান দূরে। এক কথায় প্রথমদিনেই নর্থইস্ট জোনকে চাপে রেখে নর্থ জোন মূলতঃ সেমিফাইনালে খেলার ভিত্ পাকা করে নিয়েছে। দিনভর খেলে ৮৭ ওভার ব্যাট চালিয়ে ৩০৬ রান সংগ্রহ করার পরও অক্ষত অবস্থায় প্যাভেলিয়নে আরও চার উইকেট বিদ্যমান। দলীপ ট্রফির নর্থইস্ট জোন বনাম নর্থ জোনের ম্যাচ চলছে, বেঙ্গালুরুতে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। ক্রীড়া সূচি অনুযায়ী কোয়ার্টার ফাইনাল ম্যাচও বলা চলে। কেননা, এই ম্যাচে জয়ী হলেই সেমিফাইনালে খেলার ছাড়পত্র পাবে। সকালে ম্যাচ শুরুতে টস জিতে নর্থইস্ট জোন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে নর্থ জোন সারাদিনে সাতাশি ওভার খেলে ছয় উইকেট হারিয়ে ৩০৬ রান সংগ্রহ করে। ওপেনার ধ্রুব শূঢ়ের ১৩৫ রান এবং নিশান্ত সিঁধুর অপরাজিত ৭৬ রান উল্লেখযোগ্য। এছাড়া চোপড়ার ৩২ রান ও প্রভসিমরাম সিংয়ের একত্রিশ রান উল্লেখ করার মতো। পুলকিত নারাঙ্গ উইকেটে রয়েছেন ব্যক্তিগত ২৩ রানে। নর্থইস্ট জোনের কিশাণ সিং ও যতীন ফেইরোজাম দুটি করে এবং দিপু ও ইমলিয়াতি একটি করে উইকেট পেয়েছেন।

