হাসপাতালে ভাঙচুর ও ডাক্তার নিগ্রহের মামলায় ধরপাকড়, কৈলাসহর থানা ঘেরাও ক্ষুব্ধ জনতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন৷৷  আজ শিঙ্গিরবিল এলাকার বাসিন্দারা কৈলাসহর থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে৷ পরিস্থিতি মোকাবেলায় কৈলাশহর থানায় মোতায়ন করা হয়েছে  টিএসআর বাহিনী৷  গত রবিবার ভিকারাই পাড়া এলাকায় একটি গাড়ি পথচারী ৬ জনকে  ধাক্কা মারে৷ এতে  মাটিতে ছিটকে পড়ে যায় ওই ছয় জন৷
 পরবর্তী সময় স্থানীয়রা ওই ছয়  ব্যক্তিকে চিকিৎসার জন্য  সিঙ্গিরবিলস্থিত কণিকা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডক্টর সত্যজিৎ দত্ত দুজনকে মৃত বলে ঘোষণা করেন এবং গুরুতর আহত চারজনের মধ্যে দুজনকে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে রেফার করেন৷  তখনই উপস্থিত এলাকাবাসীরা ডঃ সত্যজিৎ দত্তকে বেধড়ক মারপিট চালায়৷ এতে করে গুরুতরভাবে আহত হয় ডঃ সত্যজিৎ দত্ত৷ এমনকি কনিকা মেমোরিয়াল হাসপাতালের ভিতরে প্রবেশ করে সেলাইন ওষুধ পত্র ফেলে দেয়৷  একটি অ্যাম্বুলেন্স গাড়ি ভেঙ্গে গুড়িয়ে দেয়৷পরবর্তী সময় গত সোমবার কণিকা মেমোরিয়াল হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার কৈলাশহর থানায়  লিখিত  অভিযোগ দায়ের করেন৷ পুলিশ অভিযোগ মূলে ছয় জনকে গ্রেফতার করে৷  তা মেনে নিতে পারেনি শিঙ্গিরবিল এলাকার বাসিন্দারা৷
 এলাকাবাসীদের দাবি পুলিশ  নিদর্োষ ব্যক্তিদের গ্রেপ্তার করেছে৷  এর  সুষ্ঠু বিচার চেয়ে আজ দুপুরে কৈলাসহর থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে এলাকাবাসী৷ ঘটনার খবর পেয়ে কৈলাশর থানায় ছুটে আসেন কৈলাশহর মহকুমা পুলিশ আধিকারিক শিবু চন্দ্র দে,  ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের নির্বাহী সদস্য –  ধীরেন্দ্র দেববর্মা৷শিঙ্গিরবিল এলাকার এক প্রতিনিধি দল গিয়ে কৈলাশহরের মহকুমা পুলিশ আধিকারিক শিবু চন্দ্রদের সাথে দীর্ঘক্ষণ আলাপ- আলোচনা করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *