ফের তিনতালাক ও সকলের জন্য এক আইনের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী

ভোপাল, ২৭ জুন (হি.স.): ফের তিনতালাক ও সকলের জন্য এক আইনের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । মঙ্গলবার মধ্য প্রদেশে পাঁচটি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু করতে এসে বিজেপির দলীয় সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একথা বলেন । ভোটমুখী মধ্য প্রদেশে এদিন সকালে রেলের এক কর্মসূচীতে অংশ নেন নরেন্দ্র মোদী। এরপর, ভোপালে বিজেপির বুথ কমিটির প্রধানদের এক জনসভায় অংশ নেন তিনি সেখানেই তিনতালাক ও সকলের জন্য এক আইনের পক্ষে সওয়াল করে তিনি বলেন, বিজেপি তুষ্টিকরণের রাস্তায় চলে না, চলে সন্তুষ্টিকরণের রাস্তায়। এই রাস্তা পরিশ্রমের। ঘাম ঝরাতে হয়।

এদিন তিনি বলেন, তিন তালাকের পক্ষে যারা, তারা মুসলিম মহিলাদের সঙ্গে অন্যায় করছে। এর ক্ষতিকর প্রভাব শুধু মহিলাদের নয়, পুরুষদের উপরও পড়ে। কোনও মহিলাকে তিন তালাক দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিলে তার বাবা-ভাইদের মনে কী প্রভাব পড়ে, তা ভেবে দেখুন। এটা যদি ইসলামের অপরিহার্য অংশ হয়, তাহলে মিশর, ইন্দোনেশিয়া, পাকিস্তান, বাংলাদেশ, কাতারের মতো মুসলিম প্রধান দেশে কেন তিন তালাক নিষিদ্ধ করা হয়েছে?

সেই সঙ্গে সকলের জন্য এক আইনের পক্ষে সওয়াল করে প্রধানমন্ত্রী বলেন, এদিন এক পরিবারের একেক সদস্যের জন্য যদি পৃথক পৃথক আইন থাকে, তাহলে সেই সংসার চালানো যায়? একইভাবে দেশের একেক সম্প্রদায়ের জন্য যদি একেক আইন থাকে, তাহলে দেশ এগোতে পারে না। সংবিধানেও সকলের জন্য সমান আইনের কথা বলা আছে। সুপ্রিম কোর্টও ইউনিফর্ম সিভিল কোড আনার জন্য বারবার চাপ দেয়।