প্রধানমন্ত্রী মোদির নয় বছর কার্যকাল পূর্ণ, তেলিয়ামুড়ায় বিজেপির জনসম্পর্ক অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন৷৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নয় বছর কার্যকাল পূর্ণ হওয়াকে কেন্দ্র করে বিজেপি দলের তরফে  দেশব্যাপী  কর্মসূচি সংঘটিত করা হচ্ছে৷  এরই অঙ্গ হিসাবে তেলিয়ামুড়া বিধানসভা এলাকায় তেলিয়ামুড়া মন্ডল কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন বুথে বুথে  জনসম্পর্ক অভিযান সংঘটিত করছে বিজেপি৷   নেতাজিনগর ৮ নং ওয়ার্ড এলাকায় বাড়ি বাড়ি  জনসম্পর্ক অভিযানে যোগ দেন তেলিয়ামুড়া বিধানসভা এলাকার বিধায়িকা তথা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়৷তাছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর , পুর পরিষদের প্রাক্তন চেয়ারম্যান নীতিন কুমার সাহা সহ অন্যান্য বিজেপি দলের নেতৃত্বরা৷ এদিনের এই জনসম্পর্ক অভিযানে  অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়িকা কল্যাণী সাহা রায় বিজেপি সরকারের কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন৷ তার পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনে পুনরায় কেন্দ্রে বিজেপি দল বিপুল পরিমাণ সমর্থন নিয়ে পুনরায় ক্ষমতায় আসবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷