“রাস্তায় নয়, আদালতে লড়াই চলবে”: ব্রিজভূষণের বিরুদ্ধে আন্দোলনে নয়া সিদ্ধান্ত কুস্তিগীরদের

নয়াদিল্লি, ২৬ জুন (হি.স.): কুস্তি কর্তার বিরুদ্ধে রাস্তায় আর প্রতিবাদ করবেন না কুস্তিগীরেরা, সব বুঝে নেবেন কোর্টে। জানিয়ে দিলেন ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আন্দোলরত কুস্তিগীররা। সোমবার সকালে টুইট করে বিনেশ ফোগাট, বজরং পুনিয়ারা জনিয়েছেন, ”যতক্ষণ না পর্যন্ত আমরা সুবিচার পাচ্ছি, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে আদালতে, রাস্তায় নয়।”

এদিকে, কুস্তিগীরদের এই নতুন সিদ্ধান্তের বিষয়ে শোনার পর ভারতীয় কুস্তি সংস্থার প্রধান ব্রিজভূষণ শরণ সিং বলেছেন, “বিষয়টি আদালতের বিচারাধীন। আদালত নিজের কাজ করবে।” প্রসঙ্গত, আদালতে ব্রিজভূষণের চার্জশিট জমা পরার পর নিজেদের সিদ্ধান্তে বদল এনেছেন কুস্তিগীররা। তাঁরা এবার আদালতে নিজেদের আন্দোলন চালিয়ে যাবেন। অলিম্পিক্সজয়ী কুস্তিগীরেরা রাস্তা বসে প্রতিবাদ জানাচ্ছিলেন ব্রিজভূষণের বিরুদ্ধে। ভারতীয় কুস্তি সংস্থার প্রধানের বিরুদ্ধে যৌননিগ্রহের অভিযোগ করেছিলেন বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনীত ফোগটের মতো কুস্তিগিরেরা। কিন্তু আর তাঁরা রাস্তায় বসবেন না। এ বার থেকে কোর্টেই লড়বেন বজরংরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *