দলীয় কর্মীদের শাসন করার অধিকার জনগণের হাতে দিলেন মমতা

কোচবিহার, ২৬ জুন (হি. স.) : বিজেপিকে তুলোধোনা করার পাশাপাশি দলীয় কর্মীদের শাসন করার অধিকার জনগণের হাতে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার সঙ্গেই ক্ষমা চেয়ে শাসনের অধিকার দিলেন জনগণকে।

পঞ্চায়েত নির্বাচনের প্রচার প্রথম দিন সোমবার কোচবিহারের দক্ষিণ বিধানসভার চান্দামারিতে প্রাণনাথ হাইস্কুল প্রাঙ্গনের সভা থেকেই তৃণমূল কর্মীরা ‘দুষ্টুমি’ করলে তাঁদেরকে চড় মারার ‘রাইট’ জনগণকে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেছেন, ‘যদি আমাদের(তৃণমূলের) কেউ আপনাদের কোনও দুঃখ দিয়ে থাকে, তাহলে আমি তাদের হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি। যদি কেউ দুষ্টুমি করে তাহলে দুটো চড় মারবেন। আপনাদের সেই রাইট দিয়ে গেলাম।’
রবিবার বিকেলে বাগডোগরায় নেমে হেলিকপ্টারে কোচবিহারে পৌঁছেছেন মমতা। সোমবার কোচবিহার ১ নম্বর ব্লকের চান্দামারির প্রাণনাথ হাইস্কুলের মাঠে তাঁর প্রথম নির্বাচনী সভা করলেন তিনি। মঞ্চে পাশে রাখেন বিএসএফ-এর গুলিতে নিহত স্বজনহারাদের পরিবারবর্গকে। মঞ্চেই তিনি বিএসএফ-এর গুলিতে নিহত স্বজনহারাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন। এদিন সভাকে ঘিরে উপচে পড়েছে মানুষের ভিড়। কোচবিহারের জনসভা শেষ করার পর তৃণমূল নেত্রী জলপাইগুড়ি জেলায় মালবাজার যাবেন বলে খবর। সেখানে মঙ্গলবার মালবাজার সংলগ্ন এলাকাতেও তিনি জনসভা করতে পারেন বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। উত্তরবঙ্গজুড়ে আরও কয়েকটি সভা করার কথা রয়েছে তাঁর।