এনএসআরসিসি: ৪
ইকফাই: ২
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন।। প্রথম জয়ের স্বাদ পেয়েছে এনএসআরসিসি। পরপর দুটি ম্যাচ ড্র-এর পর তৃতীয় ম্যাচের মাথায় প্রথম জয়ের স্বাদের আনন্দটাই আলাদা। তাও ইকফাই ফুটবল ক্লাব কে হারিয়ে। দুর্দান্ত এই জয়ের সুবাদে এন এস আর সি সি এই মুহূর্তে ৬ দলীয় গ্রুপ এ-তে দ্বিতীয় শীর্ষে উঠে এসেছে। তবে প্রত্যাশা জিইয়ে রেখেছে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। কেননা আরো দুটো ম্যাচ তাদের বাকি একটি সাই এসটিসি-র বিরুদ্ধে, অপরটি জম্পুইজলা ফুটবল ক্লাবের বিরুদ্ধে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত ঘরোয়া সি ডিভিশন লিগ ফুটবলের গ্রুপ এ-র অষ্টম ম্যাচে আজ সকালে উমাকান্ত মিনি স্টেডিয়ামে এনএসআরসিসি চার-দুই গোলের ব্যবধানে ইকফাই ফুটবল ক্লাবকে পরাজিত করেছে। প্রথমের যে বিজয়ী দল ৩-১ গোলে এগিয়েছিল। খেলার চার মিনিটের মাথায় গৌতম দেববর্মার গোলে এনএসআরসিসি ১-০তে এগিয়ে যায়। আক্রমণ এবং প্রাধান্য দুটোই বজায় রেখে এন এস আর সি সি-র ছেলেরা ইকফাই ফুটবল ক্লাবকে চাপে রাখে। ৩৩ ও ৩৭ মিনিটের মাথায় রাজর্ষি চাকমা পরপর দুটো গোল করে দলকে ৩-০ তে এগিয়ে দেয়। তবে এক মিনিট বাদেই ইকফাই ফুটবল ক্লাবের সুযোগ সন্ধানী স্ট্রাইকার সাচলাং জমাতিয়া একটি গোল শোধ করে খেলায় ব্যবধান কমিয়ে আনে। দ্বিতীয়ার্ধের খেলা আরও জমজমাট হয়ে ওঠে ৫৩ মিনিটের মাথায় ইকফাই ফুটবল ক্লাবের প্রবেশ রিয়াং একটি গোল করে ব্যবধান দুই- তিন করে নেওয়ার পর। একদিকে ইকফাই- এর চেষ্টা সমতা ফেরানো। অপরদিকে এনএসআরসিসি-র প্রয়াস গোল ব্যবধান বাড়ানো। শেষ দিকে ৮৮ মিনিটের মাথায় অর্থাৎ খেলার শেষ মুহূর্তে জামেদ আলি একটি গোল করলে এন এস আর সিসি-র পক্ষে ব্যবধান বেড়ে ৪-২ হয়। উল্লেখ্য, প্রথমার্ধের খেলার শেষ দিকে ইকফাই এর জুনায়ন চাকমাকে রেফারি হলুদ কার্ড দেখান। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি আদিত্য দেববর্মা, খোকন সাহা, তপন কুমার দেবনাথ ও রাজেশ চন্দ্র দাস।