রূপক দেবরায়ের বিরুদ্ধে পূর্ব থানায় এফ.আই.আর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন।। আবার থানায় অভিযোগ। ‌ রূপক দেবরায়ের বিরুদ্ধে। অভিযোগ সেই একই বিষয় নিয়ে। স্পোর্টস নিয়ে দুর্নীতি কায়েম করে বেড়াচ্ছে বলে থানায় এফ আই আর। দলবদ্ধ ভাবে পূর্ব থানা সকাশে ডেপুটেশন স্টাইলে এফ আই আর দায়ের করা হয়েছে। উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি রয়েছে অভিযোগ পত্রে। দীর্ঘ ১০-১২ বছর ধরে ত্রিপুরা স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশন চালিয়ে আসার পর, এবার সেক্রেটারি জেনারেল রূপক দেবরায়ের বিরুদ্ধে লাগাতর অভিযোগ কর্মসূচি চালানো হয়েছে। ইতোমধ্যে একাধিক স্থানে রূপক দেবরায়ের বিরুদ্ধে সরকারি পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়ে ব্যাপকভাবে স্বাক্ষর সংগ্রহ কর্মসূচিও রূপায়ণ করা হয়েছে।