নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন৷৷ রবিবার ত্রিপুরা ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে একদিনের দ্বিবার্ষিক সাধারণ সম্মেলন আয়োজন অনুষ্ঠিত হয়৷ উপস্থিত ছিলেন ত্রিপুরা ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের সভাপতি জহরলাল বনিক সহ অন্যান্যরা৷ অনলাইনে ঔষধ বিক্রি বন্ধ করার জন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন৷ অ্যাসোসিয়েশনের ত্রিপুরা রাজ্য শাখার বার্ষিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়৷ রবিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে এ্যাসোসিয়েশনের কর্মকর্তারা অভিযোগ করেছেন অনলাইনে ঔষধ বিক্রি করার ফলে দেশের ৪০ লক্ষ ক্ষুদ্র ব্যবসায়ী জীবন জীবিকা নিয়ে জটিল সমস্যার সম্মুখীন হয়েছেন৷ অবিলম্বে অনলাইনে ওষধ সরবরাহ সংক্রান্ত বিষয় নিয়ে একটি রুলস তৈরি করার জন্য সংগঠনের তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে৷
2023-06-25