নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.): আসন্ন লোকসভা নির্বাচনে বিরোধীরা একসঙ্গেই লড়বে। জানিয়ে দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। শনিবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, “আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে যাচ্ছি, সমস্ত বিরোধী দল, এ জন্য আমরা আবারওশিমলায় বৈঠক করব…আমরা আমাদের লড়াই চালিয়ে যাব।”
এদিকে, বিহারের বৈঠকে খুশি প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। তিনি বলেছেন, “আমার বিহারের অভিজ্ঞতা খুবই ভালো ছিল। আমাদের সবার একই ইস্যু ছিল যে গণতন্ত্র, সংবিধান ও ধর্মনিরপেক্ষতাকে বাঁচাতে হবে… বিরোধী ঐক্য না থাকলে ২০২৪ সালে বিরোধী দল বা বিরোধী দলের নেতারা বাঁচবে না।”

