মণিপুরে মন্ত্রীর গুদাম ও বিজেপি অফিসে অগ্নিসংযোগ দুষ্কৃতীদের, আগুন ধরানোর চেষ্টা তাঁর বাড়িতেও


দিল্লিতে আজ বিকেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মণিপুরের পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠকের কযেক ঘণ্টা আগে সংগঠিত ঘটনায় উদ্বেগ

ইমফল, ২৪ জুন (হি.স.) : মণিপুরের ইমফল পূর্বে রাজ্যের মন্ত্রী বিজেপি নেতা লেইশাংথেম সুশীন্দ্র মেইতেইয়ের এক ব্যক্তিগত গুদামে অগ্নিসংযোগ করে ভস্ম করে দিয়েছে দুষ্কৃতীদের এক উন্মত্ত দল। দলটি মন্ত্রীর বাড়িতেও অগ্নিসংযোগ করার চেষ্টা করেছিল। তাছাড়া চিঙ্গারেল এলাকায় বিজেপির অফিসেও অগ্নিসংযোগ করেছে তারা। তবে নিরাপত্তা বাহিনীর তৎপরতায় কোনওক্রমে রক্ষা পেয়েছে মন্ত্রীর বাড়ি। বিজেপি অফিসের আংশিক ক্ষতি হয়েছে।
আজ শনিবার ইমফল পূর্ব জেলা পুলিশের সদর দফতর সূত্রে জানা গেছে, জেলার অন্তর্গত চিঙ্গারেল এলাকায় শুক্রবার রাত প্রায় ১০:৪০ মিনিট নাগাদ রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি এবং উপভোক্তা ও অসামরিক দফতরের মন্ত্রী লেইশাংথেম সুশীন্দ্র মেইতেইয়ের ব্যক্তিগত এক গুদামে অগ্নিসংযোগ করে ভস্ম করে দিয়েছে দুষ্কৃতীদের এক উন্মত্ত দল। গুদামকে ভস্ম করেই ক্ষান্ত থাকেনি দুষ্কৃতীরা, তারা মন্ত্রীর বাড়িতেও অগ্নিসংযোগ করতে মরিয়া হয়ে উঠেছিল। কিন্তু নিরাপত্তা বাহিনীর সময়োচিত পদক্ষেপে উন্মত্ত দলকে প্রতিহত করা সম্ভব হয়েছে, জানিয়েছে রাজ্য পুলিশের সূত্রটি।

অন্যদিকে অগ্নিসংযোগের আরেক ঘটনা সংগঠিত হয়েছে সাজিওয়া জেলের কাছে ইশিরু এলাকায়। সূত্রের খবর, চিঙ্গারেলের তেজপুর সিওবি সিংজামেই থেকে ৯.৮ কিলোমিটার পূর্বে অবস্থিত বিজেপি অফিসেও আগুন দিয়েছে দুষ্কৃতীর আরেক দল।
এখানে উল্লেখ করা যেতে পারে, দিল্লিতে আজ বিকেল ৩:০০টায় মণিপুরের পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সর্বদলীয় বৈঠক হওযার কথা। বৈঠকের প্রায় ১৬ ঘণ্টা আগে সংগঠিত ঘটনায় প্রশাসন ও সাধারণ নাগরিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।