গোল হজম করতেই টিম তুলে নিলো আমরা ক’‌জনা :‌ পয়েন্ট পাচ্ছে বিবেকানন্দ

বিবেকানন্দ ক্লাব-‌১                                                                 আমরা ক’‌জনা-‌০

(‌রবিওল)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন।।কোচ হরিপূর্ণ জমাতিয়ার একঘুয়েমিপনার জন্য শেষ হলো না ম্যাচ। খেলা হলো মাত্র ১৩ মিনিট। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত তৃতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে শনিবার সকালে বিবেকানন্দ ক্লাবের মুখোমুখি হয়েছিলো আমরা ক’‌জনা। খেলা চলছিলো ভালো ভাবেই। ১২ মিনিটে এক থ্রো-‌কে কেন্দ্র করে শুরু হয় ঘটনার সূত্রপাত। রেফারি বিশ্বজিৎ দাসের মতে আমরা ক’‌জনার ফুটবলারের পায়ে লেগে বল গিয়েছিলো মাঠের বাইরে। সেইমতো বিবেকানন্দ ক্লাবেরক ফুটবলাররা থ্রো করে। আর ওই থওর থেকেই রবিওল আলম গোল করে এগিয়ে দেয় বিবেকানন্দ ক্লাবকে। গোল হজম করতেই উত্তেজিৎ হয়ে উঠে আমরা ক’‌জনার শিবির। কোচ হরিপূর্ণ জমাতিয়ার দাবি ছিলো বল বিবেকানন্দ ক্লাবের ফুটবলারদের পায়ে লেগে মাঠের বাইরে গিয়েছিলো। সেই মতে থ্রো পাওয়ার কথা ছিলো আমরা ক’‌জনা। গোল হজম করতেই উত্তেজিত হরিপূর্ণ দলীয় ফুটবলারদের না খেলার জন্য বলেন। হরিপূর্ণ-‌র দাবি ইচ্ছে করেই রেফারি-‌রা ভুল সিদ্ধান্ত দিচ্ছে আমরা ক’‌জনার বিরুদ্ধে। রাজ্য ফুটবল সংস্থার কর্তারা সহ রেফারিরা আমরা ক’‌জনার কোচকে বোঝানোর চেষ্টা করলেও একঘুয়ে মনোভাব সম্পন্ন‌ হরিপূর্ণ খেলতে অস্বীকার করে। শেষ পর্যন্ত প্রায় ১৫ মিনিট অপেক্ষা করে মাঠ ছাড়েন রেফারিরা। যতটুকু খবর ম্যাচ থেকে পুরো পয়েন্ট পাচ্ছে বিবেকানন্দ ক্লাব। ফলে ৪ ম্যাচ খেলে ৩ টিতে জয় পেয়ে ৯ পয়েন্ট পেলো বিবেকানন্দ ক্লাব। পরে বিবেকানন্দ ক্লাবের কোচ নারায়ন দেবনাথ বলেন,”যদি আমার দলের ফুটবলারদের পায়ে বল লেগেই মাঠের বাইরে যেতো তাহলে বিপক্ষ দল খেলা শুরু করলো কেনও?‌ কেনও গোল হজম করার পর ওই সস্তা নাটক করলো”।‌