ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন।।রাজস্থানের উদয়পুরে অনুষ্ঠিত হবে জাতীয় স্ট্রেংথ লিফটিং প্রতিযোগিতা। সাবজুনিয়র, জুনিয়র, সিনিয়র এবং মাস্টার্স-ওই ৪ বিভাগে হবে আসর ২৬-৩০ জুলাই। ওই আসরে অংশ নেবে ত্রিপুরা। দলগঠনের লক্ষ্যে ত্রিপুরা দলের নির্বাচনী শিবির হবে ২৬ জুন। ওইদিন সকাল ১১ টায় মেলাঘরের নলছড় কোচিং সেন্টারে হবে নির্বাচনী শিবির। তাতে অংশ নিতে ইচ্ছুকদের যথাসময়ে তপন কুমার দেব-এর কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। রাজ্য সংস্থার যুগ্ম সচিব দীপক বর্মন এখবর জানিয়েছেন।
2023-06-23