নয়াদিল্লি ও পাটনা, ২৩ জুন (হি.স): পাটনায় নীতীশ কুমারের আহ্বানে বিরোধীদের বৈঠকের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা নিত্যানন্দ রাই। নীতীশকে আক্রমণ করেছেন বিহারের বিরোধী দলনেতা বিজয় কুমার সিনহাও। উভয়েই দাবি করে বলেছেন, ২০২৪-এ ফের প্রধানমন্ত্রী হবেন মোদীজিই। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি যৌথ কৌশল তৈরি করতে ১৫টিরও বেশি বিরোধী দল শুক্রবার বৈঠক করেছে।
এই বৈঠকের সমালোচনা করে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা নিত্যানন্দ রাই বলেছেন, “অনেক প্রতিযোগীই প্রধানমন্ত্রী পদের দাবি করছেন…বিরোধীরা একসঙ্গে লড়াই করুক অথবা না করুক তাতে কোনও পার্থক্য হবে না। ২০২৪ সালে মানুষ আবার প্রধানমন্ত্রী মোদীকেই ফের প্রধানমন্ত্রী বানাবে।” বিহারের বিরোধী দলনেতা বিজয় কুমার সিনহা বলেছেন, “তাঁরা ভুলে গিয়েছে যে বিহার কখনও দুর্নীতিগ্রস্তদের সমর্থন করে না। কংগ্রেস পরাজিত হয়েছিল, তারপর আরজেডি (লালু যাদব) নিজস্ব ক্ষমতা হারিয়েছিল, এবং এখন নীতীশ কুমারের সময়। তিনি মুখ্যমন্ত্রী পদ হারাবেন এবং শূন্য আসন পাবেন। ২০২৪ সালে প্রধানমন্ত্রী আবার সরকার গঠন করবেন।”

