শিলচর (অসম) ২৩ জুন (হি.স.) : কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট রোহন কুমার ঝা ভারত-বাংলাদেশ সীমান্তের কাছাড় জেলার অংশ দিয়ে উগ্রপন্থিদের সম্ভাব্য অনুপ্রবেশ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ অবৈধ ভাবে চোরাচালান, গবাদি পশু পাচার ইত্যাদি যাবতীয় অবৈধ কাজ কর্ম রোধকল্পে ভারতীয় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার অধীনে আন্তর্জাতিক সীমান্তে জারি থাকা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে দিয়েছেন ।
এই মর্মে প্রকাশিত এই নিষেধাজ্ঞা জানানো হয়েছে যে ইন্দো বাংলাদেশ সীমান্তের কাছাড় জেলার অংশে এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কেহ সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত চলাফেরা করতে পারবেন না । সুরমা নদীতে বা এর তীরবর্তী এলাকায় ওই সময়ে কেহ চলাফেরা করতে পারবেন না । তবে সুরমা নদীতে মাছ ধরার জন্য স্থানীয় নাগরিকদের কাটিগড়া সার্কেল অফিসার নির্ধারিত নিয়ম নীতির ভিত্তিতে মাছ ধরার লেসি দিতে পারেন । এছাড়া সীমান্তের ৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কেহ ঠেলা, রিক্সা বা অন্যান্য যানবাহন দিয়ে চাল, চিনি, কেরোসিন ইত্যাদি নিয়ে চলাফেরা করতে পারবেন না । তবে কাটিগড়া সার্কেল অফিসার এর কাছ থেকে পারমিট নিয়ে এই সামগ্রী গুলি নিয়ে চলাচল করতে পারবেন । এই নিষেধাজ্ঞা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না । এই আদেশ আজ থেকে আগামী দু মাস বলবৎ থাকবে ।